কেন আপনি ব্যাটারি চার্জ না করে সোয়াপ করবেন?
ব্যাটারি চালিত যান আবিষ্কার না যতটা কল্পনীয় ছিল, ব্যাটারি চালিত যান চার্জ না করে সোয়াপ করা ততটাই নতুন ধারনা সবার কাছে। যদিও অনেকেই পূর্বে এই ধারনা পোষণ করেছে এবং এশিয়ান দেশগুলোতে এর প্রসার ও লক্ষনীয়। অনেক কোম্পানী আছে যারা ব্যাটারি সোয়াপ সার্ভিস প্রদান করে থাকে। এখন কিছু বিষয় দেখা যাক, কেন সোয়াপঃ
*প্রথমতই যা উঠে আসে তা হচ্ছে, "চলো বহুদূর নির্দিধায়" ও "সময় বাঁচানো"। অনেকেই ব্যাটারি চালিত যান কেনার কথা ভাবে সীমিত চলাচলের জন্য। যেমন, ২০-৭০ কিলো। কেমন হয় যদি এরকম কোন সীমাবদ্ধতা আর না থাকে?? কেমন হয় যদি আপনি চলে যেতে পারেন দূরদূরান্ত?
Popwheels এর একাধিক বুথ দিবে আপনার চলার পথে ব্যাটারি সোয়াপ করার স্বাধীনতা। আপনার অ্যাপের মাধ্যমে দেখে নিন নিকটস্থ ব্যাটারি সোয়াপ বুথ, সোয়াপ করে নিন যখন প্রয়োজন, ব্যাস!
আমরা আছি নিউইয়র্কের আনাচে-কানাচে। Popwheels এর সাথে থাকতে জয়েন করুন আজই!
ইন্সটাগ্রামঃ https://www.instagram.com/popwheels.energy/
ফেসবুকঃ https://www.facebook.com/PopwheelsBD
ওয়েবসাইটঃ https://www.popwheels.club/
হোয়াটসঅ্যাপঃ +1 (347) 258-2095
লোকেশনঃ Brooklyn, NYC 1680 Atlantic Ave., Brooklyn, NY 112131680 Atlantic Ave., Brooklyn, NY 112131680 Atlantic Ave., Brooklyn, NY 11213
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন