ব্যাটারি চার্জিং নাকি ব্যাটারি সোয়াপিং?



ইলেক্ট্রিক বাইকের প্রয়োজনীয়তা বা সম্ভাবনা নিয়ে নতুন কিছু বলার নেই। যারা অল্প পরিসরে যাতায়াত বা বাজেটের মধ্যে ব্যক্তিগত যান খুজছেন, নির্দ্বিধায় ইলেক্ট্রিক বাইক তাদের পছন্দের শীর্ষে।


অপরদিকে ইলেক্ট্রিক বাইকের ডিজঅ্যাডভান্টেজ বা খারাপ দিকের শুরুতেই রয়েছে

  1. কিছুদিন পরপর ব্যাটারি পরিবর্তনের ঝামেলা ও খরচ

  2. চার্জিং সীমাবদ্ধতার জন্য বেশি দূরে না যেতে পারা।


প্রধান দুটি সমস্যাই সমাধান করা যায় শুধু মাত্র একটা উপায়েই, ব্যাটারি সোয়াপিং। ভাবুনতো একবার আপনার ই-বাইকের ব্যাটারি বারবার চার্জ না করে প্রতিবার যদি আপনি ফুল চার্জ ব্যাটারি দিয়ে রিপ্লেস করেন? ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, তাই না?




এখন চলুন যেনে নেয়া যাক কিভাবে…

পুরো পৃথিবীতে বেশ কিছু দেশে এই ট্রেন্ড ইতিমধ্যেই চলমান। অনেক নেটওয়ার্ক সফলতার মুখও দেখেছে এবং এগিয়ে চলছে দুর্দান্ত গতিতে। একটি ব্যাটারি সোয়াপিং কোম্পানি বা নেটওয়ার্কের সদস্য হওয়ার মাধ্যমে আপনি তাদের নেটওয়ার্কের এই সুবিধা নিতে পারেন। 


পপহুইলস এনার্জি নিউইয়র্কের অন্যতম ব্যাটারি সোয়াপিং নেটওয়ার্ক। যারা অফার করছে সদস্য হওয়ার পরপরেই তাদের ব্যান্ড নিউ ব্যাটারি ব্যবহারের সুবিধা। অর্থাৎ, আপনি আপনার ব্যাটারি বদল করছেন না না অন্যেরটা ব্যবহারও করছেন না। আপনি সম্পূর্ণ নতুন, পপহুইলসের ব্যাটারি ব্যবহার করছেন। 


এবার আসি ব্যাটারি সোয়াপের কিছু সুবিধা কি কিঃ



  • আপনি সম্পূর্ণ আমাদের ব্যান্ডেড বায়টারি ব্যবহার করছেন ফলে, আপনি প্রতিবার আপনার ব্যাটারি রিপ্লেসের পরপরই আমাদের অত্যাধুনিক ব্যাটারি সোয়াপিং মেশিন দিয়ে আমরা স্ক্যান করে নিচ্ছি ব্যাটারির কোন সমস্যা আছে কি না। ইয়েসসসস, আপনি পাচ্ছেন সেইফ ব্যাটারি ব্যবহারের জন্য।

  • সোয়াপ বা অদল-বদলের মাধ্যমে ভুলে যান যে আপনার বাইকের কোন দূরত্ব অতিক্রম করার লিমিটেশন আছে! আমাদের বুথ থেকে প্রতিবার সোয়াপ করে আপনি পাড়ি দিন অসীম দূরত্ব…

  • চার্জের জন্য তিন থেকে ছয় ঘন্টার বিরতি আর নয়! সোয়াপ করুন দুই মিনিটেই!


সো, চিয়ার্স! 🥂


যেভাবে যোগাযোগ করবেনঃ

ইন্সটাগ্রামঃ https://www.instagram.com/popwheels.energy/

ফেসবুকঃ https://www.facebook.com/PopwheelsBD

ওয়েবসাইটঃ https://www.popwheels.club/

হোয়াটসঅ্যাপঃ +1 (347) 258-2095

লোকেশনঃ Brooklyn, NYC 1680



ev battery swapping, battery swapping electric vehicles, battery swapping companies, replacing battery vs swapping battery, advantages of battery swapping, advantages of battery swapping in electric vehicles, budget battery swapping, battery swapping vs charging station, battery swapping companies in NYC


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কেন আপনি ব্যাটারি চার্জ না করে সোয়াপ করবেন?

Petrol Bike VS Electric Bike (পেট্রোল বাইক না ই-বাইক?)

ব্রুকলিনে অনন্য প্যাসিভ ইনকামের সুযোগ (Brooklyn, NYC)