Petrol Bike VS Electric Bike (পেট্রোল বাইক না ই-বাইক?)
টু-হুইলার কেনার কথা যখন আসে, বেশিরভাগ মানুষ এর দাম, রক্ষণাবেক্ষণ, অপারেশন, এবং পরিবেশের মতো বিভিন্ন কারণগুলোর উপর নির্ভর করে। চলুন বুঝে নেই টু-হুইলারে পেট্রোল বা ব্যাটারির বিভন্ন বিষয় নিয়ে।
ই-বাইক
বৈদ্যুতিক বাইক খুবই ট্রেন্ডি এবং খুব অল্প সময়ের মধ্যে খুব জনপ্রিয়তা লাভ করেছে। অনেক কোম্পানি কর্তৃক তৈরিকৃত বিভিন্ন ফিচারের বিভন্ন ই-বাইক গ্রাহকদের এখন আরো বিভ্রান্ত করছে যে কোনটি সেরা পছন্দ হতে পারে।
খরচ: ব্যাটারির কারণে পেট্রল ভিত্তিক বাইকের তুলনায় ই-বাইকের খরচ বেশি হতে পারে যদি না সঠিক পরিচর্যা করা হয়। লিথিয়াম ব্যাটারি-এর উচ্চ উৎপাদন খরচের জন্য এর খরচ ব্যয়বহুল। ইকো ফ্রেন্ডলি ই-বাইক যে কোন দেশের জন্যই মোস্টলি ওয়েলকাম। ব্যাটারি ছাড়া ই-বাইকের রক্ষনাবেক্ষন খরচ পেট্রোল জাতীয় বাইকের তুলনায় 1/3
জ্বালানি খরচ: ই-বাইক যেহেতু ব্যাটারির পাওয়ারের উপর নির্ভর করে এতে আপনি ফুয়েল/জ্বালানী খরচ এবং বার্ন সহ আরো অর্থ সঞ্চয় করতে পারেন। অর্থনৈতিক সুবিধা ই-বাইকেই বেশী।
কাজ: ই-বাইক দৈনন্দিন যাতায়াতের জন্য সুবিধাজনক। দীর্ঘ দূরত্ব যাতায়াতে সীমিত চার্জ স্টেশনের কারণে সমস্যা হতে পারে। তবে এর বিকল্পও আছে, ব্যাটারি সোয়াপিং।
রক্ষণাবেক্ষণ খরচ: ই-বাইক রক্ষণাবেক্ষণ ও মেরামতের খরচ স্বাভাবিক জ্বালানী ভিত্তিক স্কুটার তুলনায় সস্তা। যদিও খুচরা যন্ত্রাংশ বাজারে সহজে পাওয়া যায় না। এজন্য ম্যানুফেকচারার বা যেখান থেকে কেনা হয়েছে তাদের কেমন প্রোডাক্ট স্টকে থাকে তা জেনে বুঝে নেয়া ভালো। ব্যাটারি যত্ন নেওয়া এবং ক্ষতিগ্রস্ত হলে তা প্রতিস্থাপন করা আবশ্যাক।
পেট্রোল বাইক
পেট্রোল ভিত্তিক স্কুটার অনেক দশক ধরে বাজারে হয়েছে। মানুষ এর পপুলারিটি এবং রক্ষণাবেক্ষণের সহজলভ্যতার কারনে কর্মের এই বাইকই বেশি পছন্দ।
খরচ: ব্যাটারির তুলনায়(অধিক ড্যামেজে একাধিকবার পরিবর্তন করতে হলে) পেট্রোল বাইক ই-বাইকের তুলনায় কম ব্যয়বহুল। অধিকাংশ মানুষ টাকা ও সময় সচেতন যেহেতু, তাদের ঝোঁক পেট্রোলের প্রতি। [যন্ত্রাংশ সহজলভ্যতা ও ব্যাটারি ড্যামেজ] কিন্তু, জ্বালানি মূল্য বৃদ্ধি বিবেচনায় মানুষ এখন ইবাইকের প্রতিও আগ্রহী।
জ্বালানি খরচ: পেট্রোলের উব্ধমুখীতা এবং রিফিলিং আর রানটাইমের উপর ভিত্তি করে ব্যয়বহুল হতে পারে। যেহেতু পেট্রোল ও ডিজেলের দাম প্রতিদিন উব্ধমুখী, এটা আমাদের পকেটের একটি বিশাল বাধা।
অপারেশনস: প্রতি রাস্তায় পেট্রোল পাম্প উপস্থিতি কারণে দীর্ঘ যাতায়াতের জন্য পেট্রোল বাইক সুবিধাজনক। মানুষ জ্বালানী ভর্তি দীর্ঘ জন্য অপেক্ষা করতে হবে না যা ই-বাইক এবং ব্যাটারি চার্জিং এর জন্য নয়।
রক্ষণাবেক্ষণ খরচ: ফুয়েল বাইক নিয়মিত সার্ভিসিং করতে হয়। সার্ভিসিং এবং মেরামত ই-বাইক তুলনায় সহজ। খুচরা যন্ত্রাংশ বাজারে এবং শোরুম সহজে পাওয়া যায়।
খরচের একটি সাধারণ খসড়া:
সাথে তো এনভায়রন্মেন্ট ফ্রেন্ডলি ফ্রী!
পরিবেশ সচেতন ব্যক্তি হিসাবে, আমি ই-বাইক পছন্দ করি এবং এর ব্যবহারকারীও বাড়ছে, ইভি ব্র্যান্ড এবং মডেলগুলো আরও ভাল হচ্ছে।
ইন্সটাগ্রামঃ @popwheels.energy
হোয়াটসঅ্যাপঃ +1 (347) 258-2095
লোকেশনঃ Brooklyn, NYC
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন