ব্যাটারি চার্জিং নাকি ব্যাটারি সোয়াপিং?
ইলেক্ট্রিক বাইকের প্রয়োজনীয়তা বা সম্ভাবনা নিয়ে নতুন কিছু বলার নেই। যারা অল্প পরিসরে যাতায়াত বা বাজেটের মধ্যে ব্যক্তিগত যান খুজছেন, নির্দ্বিধায় ইলেক্ট্রিক বাইক তাদের পছন্দের শীর্ষে। অপরদিকে ইলেক্ট্রিক বাইকের ডিজঅ্যাডভান্টেজ বা খারাপ দিকের শুরুতেই রয়েছে কিছুদিন পরপর ব্যাটারি পরিবর্তনের ঝামেলা ও খরচ চার্জিং সীমাবদ্ধতার জন্য বেশি দূরে না যেতে পারা। প্রধান দুটি সমস্যাই সমাধান করা যায় শুধু মাত্র একটা উপায়েই, ব্যাটারি সোয়াপিং । ভাবুনতো একবার আপনার ই-বাইকের ব্যাটারি বারবার চার্জ না করে প্রতিবার যদি আপনি ফুল চার্জ ব্যাটারি দিয়ে রিপ্লেস করেন? ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, তাই না? এখন চলুন যেনে নেয়া যাক কিভাবে… পুরো পৃথিবীতে বেশ কিছু দেশে এই ট্রেন্ড ইতিমধ্যেই চলমান। অনেক নেটওয়ার্ক সফলতার মুখও দেখেছে এবং এগিয়ে চলছে দুর্দান্ত গতিতে। একটি ব্যাটারি সোয়াপিং কোম্পানি বা নেটওয়ার্কের সদস্য হওয়ার মাধ্যমে আপনি তাদের নেটওয়ার্কের এই সুবিধা নিতে পারেন। পপহুইলস এনার্জি নিউইয়র্কের অন্যতম ব্যাটারি সোয়াপিং নেটওয়ার্ক। যারা অফার করছে সদস্য হওয়ার পরপরেই তাদের ব্যান্ড নিউ ব্যাটারি ব্যবহারের সুবিধা। অর্থাৎ, আপনি...