Petrol Bike VS Electric Bike (পেট্রোল বাইক না ই-বাইক?)
টু-হুইলার কেনার কথা যখন আসে, বেশিরভাগ মানুষ এর দাম, রক্ষণাবেক্ষণ, অপারেশন, এবং পরিবেশের মতো বিভিন্ন কারণগুলোর উপর নির্ভর করে। চলুন বুঝে নেই টু-হুইলারে পেট্রোল বা ব্যাটারির বিভন্ন বিষয় নিয়ে। ই-বাইক বৈদ্যুতিক বাইক খুবই ট্রেন্ডি এবং খুব অল্প সময়ের মধ্যে খুব জনপ্রিয়তা লাভ করেছে। অনেক কোম্পানি কর্তৃক তৈরিকৃত বিভিন্ন ফিচারের বিভন্ন ই-বাইক গ্রাহকদের এখন আরো বিভ্রান্ত করছে যে কোনটি সেরা পছন্দ হতে পারে। খরচ: ব্যাটারির কারণে পেট্রল ভিত্তিক বাইকের তুলনায় ই-বাইকের খরচ বেশি হতে পারে যদি না সঠিক পরিচর্যা করা হয়। লিথিয়াম ব্যাটারি-এর উচ্চ উৎপাদন খরচের জন্য এর খরচ ব্যয়বহুল। ইকো ফ্রেন্ডলি ই-বাইক যে কোন দেশের জন্যই মোস্টলি ওয়েলকাম। ব্যাটারি ছাড়া ই-বাইকের রক্ষনাবেক্ষন খরচ পেট্রোল জাতীয় বাইকের তুলনায় 1/3 জ্বালানি খরচ: ই-বাইক যেহেতু ব্যাটারির পাওয়ারের উপর নির্ভর করে এতে আপনি ফুয়েল/জ্বালানী খরচ এবং বার্ন সহ আরো অর্থ সঞ্চয় করতে পারেন। অর্থনৈতিক সুবিধা ই-বাইকেই বেশী। কাজ: ই-বাইক দৈনন্দিন যাতায়াতের জন্য সুবিধাজনক। দীর্ঘ দূরত্ব যাতায়াতে সীমিত চার্জ স্টেশনের কারণে সমস্যা হতে পারে। তবে এর বিকল্পও...